আইএস বধূ শামীমার পাশে করবিন

  21-02-2019 09:13PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ জানিয়ে দিয়েছে তিনি এ দেশের নাগরিক নন। ব্রিটিশ সরকার তো নাগরিকত্বই কেড়ে নিয়েছে। এমন বিরুদ্ধ পরিস্থিতিতে আইএসের শামীমা বেগমের পাশে দাঁড়ালেন ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির নেতা জেরমি করবিন।

করবিন বৃহস্পতিবার বলেন, ‘যুক্তরাজ্য থেকে শামীমাকে কিছু সাহায্য করা উচিত।’

২০১৫ সালের ফেব্রুয়ারিতে স্কুলপড়ুয়া তিন তরুণী যুক্তরাজ্য থেকে পালিয়ে সিরিয়ায় আইএসের সঙ্গে যোগ দেন। এদের মধ্যে শামীমা বেগম (১৯) এবং খাদিজা সুলতানা (২০) ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত। তারা পূর্ব লন্ডনের বাংলাদেশি-অধ্যুষিত বেথনাল গ্রিন একাডেমি নামের একটি স্কুলের ছাত্রী ছিলেন।

শামীমা, খাদিজার মতো অন্য তরুণী আমিরা আব্বাসও বিদেশি আইএস যোদ্ধাকে বিয়ে করেন। ২০১৬ সালের এক অভিযানে খাদিজা মারা যান। আমিরা এখনো বেঁচে আছেন।

সিরিয়ায় গত কয়েক মাসে আইএস দুর্বল হয়ে পড়েছে। যারা বেঁচে আছেন, তারা আত্মসমর্পণ করছেন। এমন পরিস্থিতিতে কয়েক দিন আগে শামীমা ব্রিটেনে ফিরতে চেয়ে ব্যর্থ হন। শরণার্থীশিবিরে তিনি সন্তানের জন্ম দিয়েছেন।

ব্রিটেন থেকে শামীমার নাগরিকত্ব কেড়ে নেয়ার সমালোচনা করে লেবার নেতা করবিন বলেন, ‘এটি খুব খারাপ হস্তক্ষেপ।’

‘সে ব্রিটেনে জন্ম নিয়েছে। তার অধিকার আছে এখানে থাকার,’ মন্তব্য করে করবিন বলেন, ‘ফিরে এসে তাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে।’

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন