বেলজিয়ামে একুশে ফেব্রুয়ারি

  22-02-2019 03:48PM

পিএনএস : যথাযোগ্য মর্যাদায় ইউরোপের দেশ বেলজিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ শে ফেব্রুয়ারি) পালন করেছে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ স্টুডেন্টস ইন বেলজিয়াম।

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে সামাজিক, রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় মহান ভাষা আন্দোলনে শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণে করেন তারা।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ স্টুডেন্টস ইন বেলজিয়ামের সভাপতি তানভির হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর আলম।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ফৌজ, আরিফ উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক খালেদ মিনহাজ, উপদেষ্টা আলী মনসুর, জাকারিয়া কাউছার, শারাফ উদ্দীন সোহান, বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ছিলেন হিমু, মাকসুদ, একরাম ও আফসানা প্রমুখ ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন