২৪ ঘণ্টায় গাজার ১০০ স্থানে বোমা ফেলেছে ইসরাইল

  16-03-2019 03:10PM

পিএনএস ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী ২৪ ঘণ্টায় গাজার শতাধিক স্থানে বোমা হামলা চালিয়েছে। গতরাতে (শুক্রবার রাতে) ইসরাইলি বাহিনী নিজেই এ তথ্য জানিয়েছে। তারা দাবি করেছে, গাজা উপত্যকা থেকে তেল আবিবে দু'টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর বোমা হামলা করা হয়েছে। জঙ্গিবিমান থেকে এসব বোমা ফেলা হয়।

তবে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইসরাইলি দাবি প্রত্যাখ্যান করে বলেছে, গাজা থেকে তেল আবিবে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় নি।

গত কিছু দিন ধরে ভিত্তিহীন দাবি তুলে গাজায় হামলা বাড়িয়েছে ইসরাইল। ২০১৭ সাল থেকে বিমান থেকে বোমা ফেলার প্রবণতা বেড়েছে।

২০০৬ সাল থেকে গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে দখলদার ইসরাইল। গাজাবাসীদের জন্য স্থল, জল ও আকাশ পথ পুরোপুরি বন্ধ। এর ফলে গাজার মানুষ মারাত্মক সংকটের মধ্যে জীবনযাপন করছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন