আদালতে হাসছিলেন নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী

  16-03-2019 08:41PM

পিএনএস ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুক্রবার দু’টি মসজিদে হামলায় অন্তত ৪৯ জনকে হত্যার পর শনিবার হামলাকারী ব্রেন্টন ট্যারান্টকে আদালতে হাজির করা হয়। তবে এমন নারকীয় কর্ম সম্পাদনের পরও আদালতে সে ছিল শান্ত ও নির্লিপ্ত। চেহারায় অনুতাপের লেশমাত্র দেখা যায়নি। বরঞ্চ আদালত মুচকি হাসছিল এই সন্ত্রাসী। আদালত থেকে বের হওয়ার সময়ও সাংবাদিকদের সামনে হেসে পোজও দেন সন্ত্রাসী ব্রেন্টন। খবর ডেইলি মেইলের।

আগামী ৫ এপ্রিল আদালতে পরবর্তী হাজিরা দেয়ার আগ পর্যন্ত তার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতে সাদা পোশাক ও হাতকড়া পরে খালি পায়ে থাকা টারান্ট কোনও কথাই বলছিলেন না।

আদালতে দায়িত্বরত আইনজীবী রিচার্ড পিটারস জানান, এর মধ্যে তাঁর জামিনের কোনো আবেদন হচ্ছে না। তাঁর নাম গোপন রাখারও কোনো আবেদন ছিল না।

তবে বিচারক পল কেলার হামলাকারী ব্রেনটনের ছবি তোলা ও ফুটেজ নেওয়ার অনুমতি দিলেও তিনি বিচার–সম্পর্কিত অধিকার বজায় রাখতে ব্রেনটনের ছবি প্রকাশের সময় মুখ ঝাপসা করে দেওয়ার নির্দেশ দেন।

অভিযোগে ব্রেনটনের কোনো পেশার কথা উল্লেখ করা হয়নি। আদালত কক্ষে সাধারণ লোকজনকে ঢুকতে দেওয়া হয়নি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন