সরকার পতনের বিক্ষোভে উত্তাল আলজেরিয়া

  17-03-2019 09:43AM


পিএনএস ডেস্ক: সরকার পতনের দাবিতে আবার বিক্ষোভে উত্তাল আলজেরিয়া। প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফ্লিকাকে অযোগ্য ঘোষণা করে, ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবিতে টানা চতুর্থ সপ্তাহের মতো রাজধানী আলজিয়ার্সসহ কয়েকটি শহরে বিক্ষোভে জড়ো হয় লাখো মানুষ। বুতেফ্লিকা পদ না ছাড়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এ অবস্থায় ক্ষমতাসীন প্রেসিডেন্টের রাজনৈতিক কর্মীরাও তার দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

শুক্রবার জুমার নামাজের পর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বুতেফ্লিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। এ সময় বিক্ষোভে ফেটে পড়ে পুরো শহর। রাজপথ ছাড়িয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে শহরের অলিগলিতেও। ক্ষমতাসীন প্রেসিডেন্ট বুতেফ্লিকার পতনের দাবি জানিয়ে স্লোগান দেন তারা।

বিক্ষোভকারীদের একজন বলেন, ‘প্রেসিডেন্ট বুতেফ্লিকা অবসরে যাও। আমাদের দরজা তোমার জন্য অনেক আগেই বন্ধ হয়ে গেছে।’

আরেক বিক্ষোভকারী বলেন, ‘এই সরকার আমাদের দেশকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। এই সরকারের শাসন আমাদের জাতীয়তাকে হত্যা করছে। দেশ থেকে অনেক সম্পদ পাচার হয়ে যাচ্ছে। তাকে ক্ষমতা ছাড়তেই হবে।’

শুধু রাজধানীতেই নয়, সরকারবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে ওরান, বান্তা, তিজিসহ অন্য শহরগুলোতেও। সূত্র : বিবিসি ও রয়টার্স

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন