নিউজিল্যান্ডে সন্ত্রাসীকে প্রতিরোধকারী নাঈমসহ ৬ পাকিস্তানি নিহত

  17-03-2019 11:18AM


পিএনএস ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গত শুক্রবার সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডের সময় সন্ত্রসীকে প্রতিরোধকারী সাহসী যুবক নাঈম রাশিদসহ পাকিস্তানের ছয় নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া আরও তিন পাকিস্তানি নিখোঁজ রয়েছেন। পাক পররাষ্ট্র দফতর এ তথ্য নিশ্চিত করেছে।

পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র ড. মুহাম্মাদ ফয়সাল শনিবার টুইটারে দেয়া এক বিবৃতিতে এসব তথ্য জানান।

এতে বলা হয়, নাঈম রাশিদ নামে এক পাকিস্তানি নাগরিক হত্যাকাণ্ড প্রতিরোধের ক্ষেত্রে সাহসী ভূমিকা রাখার জন্য বীরের মর্যাদা পেয়েছেন।

তিনি হত্যাকাণ্ড ঠেকাতে গিয়ে নিজে আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হত্যাকাণ্ডে তার ছেলে তালহা নাঈমও মারা গেছেন।

তাদের দুজনকেই ক্রাইস্টচার্চে দাফন করা হবে বলে জানানো হয়। এজন্য নিউজিল্যান্ডের মুসলিম এসোসিয়েশন এবং শহরের পাকিস্তানি কমিউনিটি দাফন অনুষ্ঠানের আয়োজন করেছে।

এ ছাড়া বাকি চার নাগরিকের লাশ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দিতে কাজ করছে পাকিস্তান মিশন।

উল্লেখ্য, গত শুক্রবার নিউজ্যিলান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ব্রেনটন টেরেন্ট নামে এক খ্রিস্টান উগ্রবাদী সন্ত্রাসী হামলা চালায়। এতে শিশুসহ অর্ধশত মুসল্লি নিহত হন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন