‘চৌকিদার নরেন্দ্র মোদি’

  17-03-2019 03:59PM


পিএনএস ডেস্ক: ভারতে একদিন আগে ‘ম্যায় ভি চৌকিদার' নামে একটি অভিযানের সূচনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এই অভিযানের শুরু হয়েছে।

এর কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্টের নাম পরিবর্তন হয়েছে। লেখা হল, চৌকিদার নরেন্দ্র মোদি।

তার পরপর বিজেপি সভাপতি অমিত শাহও নিজের অ্যাকাউন্টের পরিবর্তন ঘটিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এবং জে পি নাড্ডার মতো মন্ত্রীরাও একই পথে হেঁটেছেন।

এর আগে শনিবার প্রধানমন্ত্রী ম্যায় ভি চৌকিদার অভিযানের সূচনা করেন। আগামী মাসে লোকসভা নির্বাচনের আগে এই অভিযানের সূচনা করা হয়েছে। ঠিক একইভাবে টুইটারেও এই অভিযানের সূচনা করেন প্রধানমন্ত্রী।

আগামী মাসের মাঝামাঝি থেকে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে। এসময় প্রকাশিত ভিডিওতে বলা হচ্ছে আপনাদের সঙ্গে আপনার চৌকিদার সতর্ক হয়ে দাঁড়িয়ে আছে।

এই অভিযানের একটি বিশেষ কারণ আছে। রাফায়েল বিতর্কের জন্য কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দীর্ঘ সময় ধরেই বলে আসছেন চৌকিদার চোর হ্যায়। সূত্র : এনডিটিভি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন