মসজিদে হামলার একদিন পর সৌদি বাদশাহর শোক

  17-03-2019 04:27PM

পিএনএস ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৪৯ জন মুসলমান নিহত হওয়ায় শোক জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। ভয়াবহ ওই ঘটনার একদিন পর শোক জানালেন বাদশাহ।

শনিবার (১৬ মার্চ) এক টুইটবার্তায় মুসলিমদের ওপর হামলার নিন্দা জানান তিনি। ওই টুইট বার্তায় বাদশাহ হামলাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

সৌদি আরবের প্রভাবশালী গণমাধ্যম আল আরাবিয়া প্রতিবেদন অনুযায়ী, মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লিদের ওপর বন্দুকধারীর চালানো হামলাকে স্মরণকালের বর্বরোচিত সন্ত্রাসী কাজ বলে অভিহিত করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

শোকবার্তায় তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। আন্তর্জাতিক সম্প্রদায়কে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রসঙ্গত, শুক্রবার (১৫ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে জুমার নামাজের সময় মসজিদে হামলা চালায় মুসলিম বিদ্বেষী অস্ট্রেলিয়ান এক নাগরিক। প্রথমে আল নূর মসজিদে হামলা চালায় সে। পরে পার্শ্ববতী লিনউড মসজিদ হামলা চালায়। নৃশংস ওই হত্যাকাণ্ডের পুরো ঘটনা ফেসবুক লাইভে প্রচার করে হামলাকারী।

এ ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে এ ঘটনায় সেখানে অবস্থান করা বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। তারা ওই মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। তারা মসজিদে প্রবেশের মুহূর্তে এই হামলা চালানো। ক্রিকেটাররা দৌড়ে সেখান থেকে নিরাপদে আশ্রয় নেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন