আজই মরদেহ হস্তান্তর করবে নিউজিল্যান্ড সরকার

  17-03-2019 07:52PM

পিএনএস ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহতদের মরদেহ দাফনের জন্য প্রস্ততি সম্পন্ন হয়েছে। সরকারের পক্ষ থেকে মরদেহগুলো হস্তান্তর করা হলে ইসলামি আইন মেনে তাদের দাফন কাজ সম্পন্ন করা হবে।

রবিবার (১৭ মার্চ) সন্ধ্যায় মরদেহগুলো নিহতদের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ও পুলিশ কমিশনার মাইক বুশ।

দৈনিক নিউজিল্যান্ডে হেরাল্ডের অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার দুদিন পার হলেও নিহতদের পরিবারের সদস্যরা এখনো তাদের প্রিয়জনের মরদেহ পাননি।

ইসলামী আইন অনুযায়ী, মৃত্যুর পর যত তাড়াতাড়ি সম্ভব দাফন কাজ সম্পন্ন করা উচিত।

দেশটির পুলিশ কমিশনার মাইক বুশ জানিয়েছেন, দায়িত্বরত সদস্যরা প্যাথলজিস্ট ও করোনারিদের সঙ্গে লাশ হস্তান্তরের বিষয়ে কাজ করছে। তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব মরদেহ হস্তান্তর করতে।

মাইক বুশ বলেন, লাশ হস্তান্তরের আগে মৃত্যুর সঠিক কারণ ও নিহতদের পরিচয় সম্পর্কে আমাদের নিশ্চিত হতে হবে। তারপরই মূলত আমরা মরদেহ হস্তান্তর করতে পারবো। তবে প্রথাগত ও ধর্মীয় রীতিনীতি সম্পর্কেও আমরা সর্বোচ্চ সচেতন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন