কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় শিশুসহ নিহত ২৪

  18-03-2019 02:53PM

পিএনএস ডেস্ক:মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে একটি মালবাহী ট্রেন লাইনচ্যূত হয়ে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৩১ জন। সোমবার ( ১৮ মার্চ) সকালে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, রবিবার (১৭ মার্চ) দেশটির কাসাই প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

কাসাইয়ের প্রধান শহর কানাঙ্গা ১৪০ কিলোমিটার উত্তরে বানা লাকায় রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা ফ্রান্সভিত্তিক সংবাদ সংস্থা এএফপি’কে বলেন, ‘আমরা ইতিমধ্যে ২৪ জনের লাশ উদ্ধার করেছি। এদের বেশির ভাগই শিশু। এ সংখ্যা আরো বাড়তে পারে কারণ ট্রেনটি কয়েকটি বগি এখনো উল্টে রয়েছে।’

তিনি জানান, লুয়েম্বি নদীর ওপর নির্মিত সেতুর উপর ট্রেনটি লাইনচ্যূত হওয়ায় এর বেশ কয়েকটি বগি পানিতে পড়ে যায়। ট্রেনটির আরো পাঁচটি বগি এখনো উল্টানো অবস্থায় রয়েছে। হতাহতদের পার্শ্ববর্তী হাসপতালে নেয়া হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন