ছবি তুলতে গিয়ে ঢেউয়ে হারিয়ে গেল তরুণী

  22-03-2019 06:28AM



পিএনএস ডেস্ক: যে কোনো উপলক্ষ সোশ্যাল মিডিয়ায় জানাতে আগ্রহী হয়ে পড়েছেন এর ব্যবহারকারীরা। যে কারণে কোথাও ঘুরতে গেলে সেলফি বা ছবি তোলা চাই চাই, তা বিপজ্জনক হলেও।

এভাবে ছবি তুলতে গিয়ে প্রাণ হারানো বা বিপদে পড়ার খবর গণমাধ্যমে আসছে নিয়মিতই।
তেমনি দেখা গেল এ তরুণীর বেলায়। তার ছবি তোলার সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার হবার পর রীতিমত ভাইরাল।

ভিডিওতে দেখা গেছে উত্তাল সমুদ্রের সৈকতে পাথরের টিলার ওপর দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে ব্যস্ত ছবি তুলছিলেন এই তরুণী। ঠিক তখনই হঠাৎ করেই বিরাট একটি ঢেউ এসে আছড়ে পড়ে তার ওপর।

তীব্র টেউয়ের তোড়ে ভেসে যান তিনি। বলতে গেলে সমুদ্রের ঢেউ তাকে উড়িয়ে নিয়ে যায়। জানা গেছে, ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার নুসা লেম্বোনগানের ডেভিল’স টিয়ারে।

দেশটির গণমাধ্যমের খবরে প্রকাশ, ভাগ্যজোড়ে বেঁচে গেছেন সেই তরুণী। উদ্ধারকর্মীদের তৎপরতায় এ যাত্রায় রক্ষা পেয়েছেন ওই তরুণী। তবে আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় শুধু ওই তরুণীই নয় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা।
দেশটির গণমাধ্যমে আরও বলা হয়েছে, এ ঘটনা ভাইরাল হওয়ার পর স্থানীয় নিরাপত্তাকর্মীরা বেশ সমালোচনার শিকার হচ্ছেন। এ বিষয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে ইন্দোনেশিয়া প্রশাসন।

ইন্দোনেশিয়ার দ্বীপাঞ্চল বালির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে এ ভিডিও পোস্ট করে পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করে তারা।

এ বিষয়ে পর্যটকদের জন্য নতুন আইন করা হয়েছে। তাহলো ওই বিপজ্জনক সমুদ্র সৈকতের ২০ মিটারের যাওয়া নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া প্রশাসন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন