ঘানায় দুটি বাসের সংঘর্ষে নিহত ৫০

  23-03-2019 07:48AM



পিএনএস ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। এছাড়া এই দুই বাসে থাকা অন্য যাত্রীদের প্রায় সবাই আহত হয়েছেন।

গ্রিনিচ মিন টাইম অনুসারে বৃহস্পতিবার দিনগত রাত দুইটায় দেশটির রাজধানী আক্রা থেকে ৪৩০ কিলোমিটার দূরবর্তী বোনো ইস্ট প্রদেশের কিটাম্পো শহরে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি।

জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার শিকার এই দুই বাসে আটকে থাকা যাত্রীদেরকে উদ্ধারের চেষ্টা করছে।

প্রতিটি বাসে প্রায় ৫০ জন করে যাত্রী ছিল। সংঘর্ষের পর একটি বাসে আগুন ধরে যায়।

এক পুলিশ মুখপাত্রের বরাত দিয়ে যুক্তরাজ্যের গণমাধ্যমটি জানায়, উভয় যানবাহনে থাকা বেশিরভাগ যাত্রী ঘটনাস্থলে মারা গেছেন। যারা এখনও জীবিত আছেন, তাদেরকে দ্রুত হাসপাতালে নেয়া হচ্ছে।

আরও জানায়, ঘানায় সড়ক দুর্ঘটনা একটি সাধারণ বিষয়। দেশটিতে প্রতিদিন গড়ে ছয়জন সড়ক দুর্ঘটনায় মারা যায়।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন