ভারত সীমান্তে পাকিস্তানের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন

  25-03-2019 08:15AM



পিএনএস ডেস্ক : পাকিস্তান আক্রমণ এবং নজরদারির উপযোগী ড্রোনের বহর, চীনের তৈরি মধ্যম পাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইউনিট ভারত সীমান্তে মোতায়েন করেছে।

ভারতীয় কোনো কোনো সংবাদ মাধ্যমের খবরে এই দাবি করা হয়েছে।

পাকিস্তানের কয়েকটি সামরিক ঘাঁটি এবং বড় নগরে এলওয়াই-৮০ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বা 'স্যামের' পাঁচটি ইউনিট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মোতায়েন করা হয়েছে আইবিআইএস-১৫০ বিমান প্রতিরক্ষায় ব্যবহৃত নজরদারি রাডার ইউনিট।

বালাকোটে গত মাসের ২৬ তারিখে ভারতীয় বিমান বাহিনীর হামলার পর এই পদক্ষেপ নেয়া হয়েছে। কোনো কোনো ভারতীয় সংবাদ মাধ্যমে সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে এই খবর দিয়েছে।

'স্যামে'র পাশাপাশি চীনের তৈরি রেইনবো সিএইচ-৪ এবং সিএইচ-৫ ড্রোনও মোতায়েন করা হয়েছে। এই সব নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত কাশ্মিরের সীমান্তে গোয়েন্দা তৎপরতা এবং প্রয়োজনে হামলার জন্য ড্রোন বহরকে মোতায়েন করা হয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন