ক্রাইস্টচার্চে হামলাকারীর ‘ইস্তেহার’ নিষিদ্ধ করলেন জাসিন্ডা আরডার্ন

  27-03-2019 12:13AM

পিএনএস ডেস্ক : ক্রাইস্টচার্চে শহরের দুটি মসজিদে হামলাকারী যুবক যে ইস্তাহারটি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন সহ অন্যদের কাছে শেয়ার করেছিল, তা নিষিদ্ধ করে অবৈধ বলে ঘোষণা করল দেশটির সরকার।

নিউজিল্যান্ডের ফিল্ম অ্যান্ড লিটারেচারের চিফ সেন্সর বিবৃতি দিয়ে জানিয়েছেন, এই ইস্তাহারটি কোনও ভাবেই ডাউনলোড বা শেয়ার করা যাবে না। কেউ তা শেয়ার করার চেষ্টা করলে, শাস্তির মুখে পড়তে হবে।

চলতি মাসের গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চ শহরের আল নুর ও লিনউড নামক দুটি মসজিদে জোড়া সন্ত্রাসবাদী হামলায় ৫০ জন নিহত হন।

মসজিদে হামলাকারী শ্বেতাঙ্গ বর্ণবাদী যুবক ব্রেনটন টেরেন্ট (২৮) এলোপাতাড়ি গুলি চালিয়ে ৫০ জন মুসল্লির তরতাজা প্রাণ কেড়ে নেয়। বর্বর এ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে ধরা পড়ে যায় ওই অস্ট্রেলীয় যুবক।

সে সময়ই জানা যায়, নাশকতার কিছুক্ষণ আগে ই-মেইল করা তার ইস্তাহারের কথা। যেখানে অভিবাসীদের উপর তার বিদ্বেষের কথা প্রকাশ করা হয়।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন জানিয়েছেন, এ ঘটনার তদন্তে ‘রয়াল কমিশন অফ এনকোয়ারি’ গঠন করা হয়েছে।

উল্লেখ্য, ২৮ বছর বয়সী খ্রিস্টান যুবক টেরেন্ট মসজিদে প্রার্থনারতদের উপর নির্বিচারে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করে। বর্বরোচিত ওই হামলায় আরও অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন