ফিনল্যান্ডে জয় পেয়েছে বামপন্থীরা

  16-04-2019 06:27AM

পিএনএস ডেস্ক: ফিনল্যান্ডের জাতীয় নির্বাচনে ১৭.৭ শতাংশ ভোট পেয়ে জয় পেয়েছে বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি।

অপরদিকে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ডানপন্থী ফিনস পার্টি পেয়েছে ১৭.৫ শতাংশ ভোট।

এছাড়া বিদায়ী প্রধানমন্ত্রী জুহা সিপিলার দল সেন্টার পার্টি পেয়েছে ১৩.৮ শতাংশ ভোট। খবর বিবিসির।

নির্বাচনের ফল ঘোষণার পর সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) নেতা অ্যান্টি রিন বলেন, ১৯৯৯ সালের পর আমরা প্রথমবারের মতো ফিনল্যান্ডের সবচাইতে বড় দলে পরিণত হয়েছি।

এবারের নির্বাচনে ৭২ ভাগ ফিনিশ ভোটার ভোট দিয়েছে। তবে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সমমনা দলগুলোকে কোয়ালিশন সরকার গঠন করতে হবে।

ফিনল্যান্ডের নির্বাচনে গত একশ বছরের মধ্যে এবারই প্রথম কোনো দলই শতকরা ২০ শতাংশের কম ভোট পেল।

সুইস পার্লামেন্টে ২০০ সিটের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া সোশ্যাল ডেমোক্রেটিক পেয়েছে ৪০টি সিট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিনস পার্টির পেয়েছে ৩৯টি সিট।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন