মোদির পর এবার নির্বাচন কমিশনে মমতার ‘বাঘিনী’!

  16-04-2019 01:59PM


পিএনএস ডেস্ক: মোদির জীবনি নির্ভর ছবি 'পিএম নরেন্দ্র মোদি'র পর এবার নির্বাচন কমিশনে মমতার ‘বাঘিনী’। তবে নির্মাতাদের দাবি এ ছবি জীবনি নির্ভর নয়। মমতার জীবনসংগ্রাম থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে।

কিন্তু এসব কথা মানতে নারাজ বিরোধীরা। ট্রেলার মুক্তির পরই নির্বাচন কমিশনের দ্বারস্থ সিপিএম। তাদের দাবি, ভোটের বাজারে ‘বাঘিনী’ ছবির ট্রেলার মুক্তি নির্বাচনের বিধি ভঙ্গ করছে। অবিলম্বে যেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেয় কমিশন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনি নির্ভর ছবির উপর ইতিমধ্যেই স্থগিতাদেশ জারি করেছে নির্বাচন কমিশন। বলা হয়েছে ভোটের মৌশুমে কোনওভাবেই মুক্তি পাবে না ছবিটি। কারণ এতে নির্বাচনের বিধিভঙ্গ হচ্ছে।

‘বাঘিনী’ প্রসঙ্গে সিপিএমের দাবি, ‘বাঘিনী’ নিয়েও কমিশনের ভেবে দেখা দরকার। কারণ নির্মাতারা যতই দাবি করুক ছবিটি মমতা ব্যানার্জিকে নিয়ে নয়, আদতে তা সম্পূর্ণ সত্যি নয়। ট্রেলারেই যা দেখানো হয়েছে, তাতেই স্পষ্ট তৃণমূল তাকে ঘিরেই আবর্তিত হয়েছে ছবির চিত্রনাট্য। আর এই ভোটের মৌশুমে এমন একটি ট্রেলার মুক্তি পাওয়া নির্বাচনের বিধি ভঙ্গ করছে বলে অভিযোগ তুলেছেন তারা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন