মুসলিমবিদ্বেষী মন্তব্যের জেরে নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা

  16-04-2019 02:50PM

পিএনএস ডেস্ক : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে তিন দিনের নির্বাচনী প্রচার নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। যোগী আদিত্যনাথের মুসলিমবিদ্বেষী মন্তব্যের জেরে এ নিষেধাজ্ঞা দিল দেশটির ইসি।

এর আগে চলতি মাসেই দেশটির নির্বাচন কমিশন ক্ষমতামীন হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির সদস্য আদিথ্যনাথকে হুশিয়ার করে দিয়েছিল।

কট্টর ও উগ্র হিন্দুত্ববদী দলের নেতা আদিত্যনাথ গত সপ্তাহে মুসলমানদের সবুজ ভাইরাসের সঙ্গে তুলনা করে।

আদিত্যনাথ বলেছিল, মুসলিমরা গোট ভারতকে গ্রাস করে ফেলবে। মুসলমানরা বিরোধীদের ভোট দেবেন। খবর রয়টার্স ও এএফপির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি লোকসভা নির্বাচনে জাতীয়তাবাদকে ভিত্তি করে নির্বাচনী প্রচার চালাচ্ছে। দলটি বিরোধী দলগুলোর বিরুদ্ধে অভিযোগ করছে, তারা মুসলমানদের শান্ত রাখতে সন্ত্রাসীদের প্রতি নমনীয়।

ভারতের ১৩০ কোটি জনসংখ্যার ১৪ শতাংশ মুসলমান।

এর আগে গত সপ্তাহে বিজেপির এমপি সাক্ষী মহারাজ নতুন করে বিতর্ক জন্ম দিয়েছেন। তিনি নিজেকে সাধু দাবি করে বলেন, যারা তার বিরোধীদের ভোট দেবেন, তাদের অভিশাপ দেয়া হবে।

এদিকে লোকসভা নির্বাচনে বিদ্বেষ প্রচার বন্ধে কঠোর অবস্থানে যেতে বলেছেন দেশটির সুপ্রিম কোর্ট।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন