'মুসলিমরা একজোট হলে দেশ ছেড়ে পালাবে বিজেপি'

  17-04-2019 07:53AM


পিএনএস ডেস্ক: ভারতে চলছে লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠছে প্রচার-যুদ্ধ। আর এই যুদ্ধের পাশাপাশি তৈরি হচ্ছে বিতর্কিত মন্তব্যের পাহাড়। এবার বিতর্কিত মন্তব্যে করে সেই তালিকায় নাম লেখালেন কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু।

বিহারের বলরামপুরে একটি জনসভায় গিয়ে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) পরাস্ত করতে মুসলিমদের আহ্বান জানিয়েছেন নভজ্যোৎ সিং সিধু। এসময় তিনি বলেন, মুসলিমরা একজোট হলেই বিজেপি দেশ ছেড়ে পালাবে। মুসলিমরা কংগ্রেসে ভোট দিলে বিশ্বের কোনও শক্তি তাদের হারাতে পারবে না।

সিধু বলেন, সমস্ত মুসলিম একজোট হোন। বিজেপিকে একটি ভোটও নয়। ভোট দিন কংগ্রেসকে। তাহলেই বিজেপির বিদায় ঘণ্টা বেজে যাবে।

তিনি আরও বলেন, বিহারে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। শতকরা ৬২ শতাংশ মুসলিম ভোটার। তাহলে ভাবনা কেন। আপনারা সবাই এক হলেই বিজেপির হার কে আটকায়। বিশ্বের কোনও শক্তিও বিজেপিকে জেতাতে পারবে না। তাই আপনারা এক হন, বিজেপিকে বিদায় দিন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন