টিপু সুলতানের ব্যবহৃত সামগ্রী নিলামে তুলছে ব্রিটেন

  18-04-2019 10:04PM

পিএনএস : নবাব টিপু সুলতানের ব্যবহৃত ২২০ বছর পুরোনো বহুমূল্য সামগ্রী নিলামে তুলতে চলেছে ব্রিটেন। ভারতীয় দূতাবাসের প্রবল আপত্তিকে উপেক্ষা করেই এই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন।

তাদের যুক্তি, এগুলি ভারত থেকে পাওয়া গেলেও ভারত সরকারের সম্পদ নয়। কারণ যে পরিবার সেগুলি নিলামে তোলার পরিকল্পনা করেছে তাঁরা নাকি দাবি করেছে এগুলি তাঁদের পৈত্রিক সম্পদ।

মেজর থমাস হার্ট নামে এক ব্যক্তি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনা অফিসার ছিলেন। তিনিই এগুলি ভারত থেকে ব্রিটেনে নিয়ে এসেছিলেন।

জানা গিয়েছে, ব্রিটেনের অ্যান্টনি ক্রিব নামে একটি নিলাম সংস্থা বহুমূল্য এই সামগ্রী নিলামে তোলার দায়িত্ব পেয়েছে। এর মধ্যে রয়েছে টিপু সুলতানের ফ্লিন্টলক বন্দুক, বেয়নেট, শ্রীরঙ্গপত্তনমে টিপু যে তলোয়ার ব্যবহার করেছিলেন সেটি এবং বাঘের চিহ্ন আঁকা বন্দুক, টিপুর পানের ডাবর।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন