মোদির হেলিকপ্টারে তল্লাশি করায় মুসলিম কর্মকর্তা বরখাস্ত

  19-04-2019 12:26PM


পিএনএস ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উড়িষ্যায় গিয়েছিলেন নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে। দিল্লী থেকে উড়িষ্যা বহুদূরের রাস্তা। তাই হেলিকপ্টারে চেপেই সেখানে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় মোদিকে বহনকারী হেলিকপ্টারে তল্লাশি করার অভিযোগে মোহাম্মদ মোহসিন নামে একজন সিনিয়র কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন। তিনি ভারতের প্রশাসন ক্যাডারের ১৯৯৬ ব্যাচের কর্মকর্তা। তাকে উড়িষ্যার সম্বলপুর জেলায় নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল।

বুধবার রাতে নির্বাচন কমিশন থেকে মোহাম্মদ মোহসিনের নামে ইস্যু করা চিঠিতে বলা হয়েছে, তিনি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করেননি। সম্বলপুরে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারে চেকিং নির্বাচন কমিশনের গাইডলাইনের আওতাভূক্ত নয়। কারণ, স্পেশাল প্রটেকশন গ্রুপ এমন চেকিংয়ের বাইরে থাকে।

নরেন্দ্র মোদি মঙ্গলবার সম্বলপুর সফরের একদিন পরেই ওই কর্মকর্তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হলো। ডিসি এবং পুলিশের ডিআইজির রিপোর্টের ভিত্তিতে এমন সিদ্ধান্ত হয়েছে।

এদিকে একজন কর্মকর্তা বলেছেন, মোহাম্মদ মোহসিনের ওই তল্লাশির কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হেলিকপ্টারটির উড্ডয়ন প্রায় ১৫ মিনিট বিলম্বিত হয়।

অন্যদিকে, মঙ্গলবার রাউরকেলায় নির্বাচন কমিশনের ফ্লাইট স্কোয়াডের সদস্যরা উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের হেলিকপ্টার তল্লাশি করেছেন। একই দিনে তল্লাশি করা হয়েছে কেন্দ্রীয় জ্বালানি বিষয়ক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের হেলিকপ্টারেও।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন