বিজেপি কেন পারবে না, হাতেকলমে বুঝিয়ে দিলেন মমতা

  20-04-2019 02:29PM


পিএনএস ডেস্ক: ভারতের চলতি নির্বাচনে বিজেপি কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না, এমন দাবি শুরু থেকেই করে আসছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার তিনি হাতে কলমে হিসাব করে দেখিয়ে দিলেন, কেন পারবে না। তিনি বলেন, দিল্লির সরকার এবার গড়বে বাংলা। আমাদের সাধারণ মানুষেরা।

মমতার দেয়া হিসাবে, বিজেপি এবার যতগুলো আসন পাবে তাতে তারা কোনোমতেই সরকার গঠন করতে পারবে না। আর সে ক্ষেত্রে আঞ্চলিক দলগুলোকে নিয়ে কেন্দ্রীয় সরকার গঠন করবে তৃণমূল। তিনি বলেন, রাজ্যে ৪২টির আসনের সব কটি পেলে দিল্লিতে সরকার গড়বে তৃণমূলই।

গতকাল শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও গঙ্গারামপুরের সভায় তিনি দাবি করেন, ‘অন্ধ্রপ্রদেশে বিজেপি গোল্লা পাবে। কর্ণাটকে অর্ধেক হয়ে যাবে। কেরলেও গোল্লা পাবে বিজেপি। ওড়িশায় গোল্লা, বাংলায় গোল্লা। স্ট্যালিন আমাকে বলেছেন, তামিলনাড়–র ৩৯ টি আসনের ৩৫-৩৬ টি তারা (ডিএমকে) পাবেন।’’

৮০ আসনের উত্তরপ্রদেশ সম্পর্কে মমতা বলেন, ‘গতবার বিজেপি ৭৩টি পেয়েছিল। এবার ১৩টি আসন পেলেই অনেক।’ এর পরেই তিনি প্রশ্ন করেন, ‘বিজেপির সরকারটা হবে কোথা থেকে?’’

আঞ্চলিক দলগুলো নিয়ে সরকার গঠনের দাবির পাশাপাশি বিভিন্ন রাজ্যে বিজেপি-বিরোধী দলগুলোর সুসম্পর্কের কথা উল্লেখ করে তৃণমূলনেত্রী বলেন, ‘আসামের সঙ্গে আমাদের ভাব আছে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়–ু, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা পাঞ্জাবের সাথেও আমাদের ভাব রয়েছে।’

নির্বাচনী প্রচারণায় গতকাল মমতা বালুরঘাট, গঙ্গারামপুর, বহরমপুর প্রভৃতি জায়গায় সমাবেশে যোগ দেন। এসব সমাবেশে বিজেপির সাথে সাথে কংগ্রেসকেও আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘কংগ্রেস বিজেপির সঙ্গে মিউ মিউ করে। লড়াই করতে পারে না।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন