মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত ১৩

  20-04-2019 03:54PM

পিএনএস ডেস্ক : মেক্সিকোর উপকূলীয় রাজ্য ভেরাক্রুজে একটি বারে পারিবারিক অনুষ্ঠান চলাকালে বন্দুকধারীদের হামলায় ১৩ জন নিহত হয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় রাতে মিনাতিতলান শহরের দক্ষিণপূর্বে এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।

ভেরাক্রুজ রাষ্ট্রের সরকারি নিরাপত্তা সচিব গুরিরেজ মালডোনাডো শনিবার এক টুইটবার্তায় বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযানে নেমেছে দেশের আইনশৃংখলা বাহিনী।

তবে এখন পর্যন্ত এই হামলার উদ্দেশ্য সম্বন্ধে জানা যায়নি।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অজ্ঞাত বন্দুকধারীরা প্রথমে বারে ঢুকে এল বেকি নামে এক ব্যক্তির খোঁজ করেছিলেন। যিনি ওই বারের মালিক ছিলেন।

কিছুক্ষণ পরই তারা নির্বিচারে গুলি চালানো শুরু করেন। হামলায় ৫ নারী ও এক শিশুসহ মোট ১৩জন নিহত হন।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন