কলম্বোর সেন্ট অ্যান্থনি গির্জায় বিস্ফোরণের ভিডিও প্রকাশ

  22-04-2019 05:25AM

পিএনএস ডেস্ক : শ্রীলঙ্কায় ইস্টার সানডের প্রার্থনার সময় তিনটি গির্জা ও পাঁচ তারকা তিনটি হোটেলে সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। এদের মধ্যে বিদেশি ৩৫। আহত হয়েছেন ৫ শতাধিক। নিহতদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী (৮)।

রোববার (২১ এপ্রিল) গির্জায় প্রার্থণারত অবস্থায় থাকা অবস্থায় এই সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। কলম্বোর সেন্ট অ্যান্থনি গির্জায় বিস্ফোরণের মুহূর্তের একটি ভিডিও ধরা পড়েছে স্থানীয় এক গাড়ি চালকের মোবাইল ফোনে।

৪ মিনিট ২৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কের বুক চিড়ে এগিয়ে চলছে অটোরিকশা, বাস, ট্রাক। এর মাঝেই হঠাৎ প্রবল বিস্ফোরণের শব্দে উড়ে যায় অ্যান্থনি গীর্জার ছাদ। আকাশে উড়তে থাকে ধোঁয়া।এসময় পথচারী ও গীর্জার সামনের থাকা লোকজন দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। অনেকেই রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে ফেরত যান।

এখনও পর্যন্ত কমপক্ষে আটটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন