বিমানবন্দর উড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল জঙ্গিদের

  22-04-2019 10:18AM


পিএনএস ডেস্ক: শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় বড় ধরনের বিস্ফোরণের ছক বানচাল করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। কলম্বো বিমানবন্দরের সামনের রাস্তা থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে দেশটির বিমান বাহিনী। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

উদ্ধার হওয়া বিস্ফোরক নিরাপদে সরিয়ে নিয়ে সেগুলো নিষ্ক্রীয় করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

নতুন করে ফের বিস্ফোরক উদ্ধার হওয়াকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে দেশজুড়ে। পুলিশ ধারণা করছে, পুরো কলম্বো বিমানবন্দর উড়িয়ে দেওয়ার ছক ছিল জঙ্গিদের।

উল্লেখ্য, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরের কয়েকটি গির্জা ও পাঁচ তাঁরা হোটেলে দফায় দফায় বোমা হামলার ঘটনায় ৩৫ বিদেশি পর্যটকসহ অন্তত ২০৭ জন নিহত ও আরও কমপক্ষে ৪৫০ জন আহত হয়েছেন।

রবিবার সকালে ইস্টার সানডে উদযাপনের সময় এই সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে।

এই ঘটনায় শ্রীলঙ্কায় কার্ফু জারি করা হয়েছে। চলছে চিরুনি তল্লাশি। এই অবস্থায় লঙ্কান বিমানবন্দরের সামনে প্রচুর বিস্ফোরক পড়ে থাকতে দেখেন সে দেশের বিমানবাহিনীর সদস্যরা। সঙ্গে সঙ্গে ফের গোটা দেশজুড়ে নতুন করে হাই-অ্যালার্ট জার করা হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন