কারফিউ তুলে নেওয়া হলো শ্রীলঙ্কায়

  22-04-2019 02:18PM


পিএনএস ডেস্ক: শ্রীলঙ্কায় কারফিউ তুলে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রাতভর কারফিউ জারি থাকার পর আজ সোমবার সকালে তুলে নেওয়া হয় কারফিউ। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে।

গতকাল রবিবার দেশটির তিনটি গির্জা ও তিন হোটেলসহ অন্তত আটটি স্থানে সিরিজ বোমা হামলা চালানো হয়। হামলার পরিপ্রেক্ষিতে কারফিউ জারি করে সরকার। গতকাল রাতভর কারফিউ জারি ছিল। এরপর আজ সকালে তুলে নেওয়া হয় কারফিউ।

গতকাল ইস্টার সানডেতে দেশটির তিনটি গির্জা, তিনটি হোটেলসহ অন্তত আটটি স্থানে সিরিজ বোমা হামলা চালানো হয়।

হামলায় সর্বশেষ খবর অনুযায়ী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯০ জনে। নিহতদের মধ্যে ৩৬ জন বিদেশি নাগরিক। হামলায় আহত হয়েছে পাঁচ শতাধিক। নিহতদের মধ্যে অন্তত ৩৫ জন বিদেশি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন