নির্বাচনে জিতলে মদের দাম হবে অর্ধেক, ঈদে ছাগল ফ্রি!

  23-04-2019 11:02AM


পিএনএস ডেস্ক: ভারতের বিভিন্ন অংশে চলছে লোকসভা নির্বাচন। রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহার প্রকাশ করছে। বিজেপি, কংগ্রেসের মতো আলোচিত দলগুলোর ইশতেহার নিয়ে সেভাবে আলোচনা হয়নি। যেভাবে হচ্ছে সাঁঝি বিরাসত পার্টি নামের একটি দলের ইশতেহার নিয়ে। দিল্লির ভোটারদের জন্য আজব আজব প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

এসব প্রতিশ্রুতির মধ্যে রয়েছে:
নির্বাচনে জিতলে মদের দাম অর্ধেক করা,
ঈদে প্রত্যেক মুসলিম পরিবারকে বিনামূল্যে দেওয়া হবে একটি করে ছাগল
প্রত্যেক নারীকে বিনামূল্যে দেয়া হবে সোনার গয়না
কন্যাসন্তান জন্ম নিলেই সেই পরিবারকে ৫০ হাজার টাকা দেয়া হবে
প্রত্যেক তরুণকে বিনামূল্যে পিএইচডি পর্যন্ত শিক্ষার ব্যবস্থা
মেয়েদের বিয়ের সময় আড়াই লাখ টাকা অনুদান
বেসরকারি হাসপাতালে ১০ লাখ টাকা পর্যন্ত চিকিৎসার ব্যবস্থা
বেসরকারি স্কুলে কোনো ফি থাকবে না

সাঁঝি বিরাসত পার্টির হয়ে দিল্লি উত্তর-পূর্ব আসন থেকে লড়ছেন অমিত শর্মা। দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে হারানোই তার মূল লক্ষ্য।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন