সৌদি আরবে ৩৭ জনের শিরশ্ছেদ

  24-04-2019 12:02AM

পিএনএস ডেস্ক : সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সৌদি আরবে ৩৭ জনের শিরশ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) আদালতের রায়ের প্রেক্ষিতে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ডেইলি মেইল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, রাজধানী রিয়াদ, পবিত্র নগরী মক্কা ও মদিনা, মধ্যাঞ্চলীয় কাসিম ও সংখ্যালঘু শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে অভিযুক্তদের শিরশ্ছেদ করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ বলছে, গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে ওই ৩৭ জনের মধ্যে একজনকে শিরশ্ছেদের পর ক্রুশবিদ্ধ করা হয়েছে। গুরুতর অপরাধের দায়ে অভিযুক্তদের শিরশ্ছেদের পর ক্রুশবিদ্ধ করার আইন দেশটিতে বলবৎ রয়েছে।

সৌদির রাষ্ট্রীয় সংবাদসংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসবাদে জড়ানো, চরমপন্থী মতাদর্শ পোষণ, সন্ত্রাসী সেল গঠন ও দেশের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করার দায়ে অভিযুক্তদের শিরশ্ছেদ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরেই দেশটি এ নিয়ে কমপক্ষে ১০০ জনের শিরশ্ছেদ করা হয়েছে। গত বছর অন্তত ১৪৯ জনের শিরশ্ছেদ করা হয়েছিল।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন