বোমা হামলার ২ ঘণ্টা আগে শ্রীলঙ্কাকে সতর্ক করে ভারত!

  24-04-2019 05:00AM

পিএনএস ডেস্ক : শ্রীলঙ্কায় যে সিরিজ বোমা হামলা হতে পারে, সে বিষয়ে আগেই কলম্বোকে সতর্ক করে দিয়েছিলেন ভারতীয় গোয়েন্দারা। গত রবিবার 'ইস্টার সানডে'র দিনে ধারাবাহিক বিস্ফোরণ শুরু হওয়ার ঠিক ২ ঘণ্টা আগে ভারতীয় গোয়েন্দারা শ্রীলঙ্কার গোয়েন্দা দফতরে হামলার আশঙ্কার কথা জানিয়ে বার্তা দিয়েছিলেন।

শুধু তাই নয়, হামলার নিশানায় যে গির্জা রয়েছে, সেটিও উল্লেখ করা হয়েছিল ভারতীয় গোয়েন্দা রিপোর্টে। তারপরেও বিস্ফোরণ ঠেকানো যায়নি। হোটেল-গির্জায় ধারাবাহিক বিস্ফোরণের জেরে এখন পর্যন্ত ৩২জন নিহত হয়েছেন। আহত পাঁচ শতাধিকেরও বেশি।

এদিকে মঙ্গলবারই এই বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আইএসের মুখপত্র আমাক নিউজ অ্যাজেন্সি এক বিবৃতিতে জানায়, শ্রীলঙ্কায় হামলা চালিয়েছে আইএসের যোদ্ধারা। পরে হামলার মাস্টারমাইন্ড হিসেবে উগ্রপন্থী ধর্মীয় নেতা জাহরান হাশিমের ছবি প্রকাশ করা হয়। এখন পর্যন্ত আইএস বলছে, তিনিই হামলার মূল পরিকল্পনাকারী।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন