একজন হিন্দু কখনই জঙ্গি হতে পারেন না: মোদি

  15-05-2019 02:17PM

পিএনএস ডেস্ক :সম্প্রতি হিন্দু জঙ্গি নিয়ে ব্যাপক তোলপার চলছে ভারতে।আর এ প্রসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, একজন হিন্দু কখনই জঙ্গি হতে পারেন না।

রাজনৈতিক দল এমএনএম প্রধান কমল হাসান বলেছিলেন, স্বাধীন ভারতের প্রথম জঙ্গি একজন হিন্দু। তিনি মূলত গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের কথা বুঝাতে চেয়েছিলেন। তবে অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া কমল হাসানের এমন মন্তব্যই রাজনীতিতে যুক্ত করেছে ব্যাপক উত্তেজনা।

এ বিষয়ে মঙ্গলবার (১৪ মে) এক সাক্ষাৎকারে মোদি বলেন, কমল হাসানের জ্ঞান আমার থেকে হয়ত বেশি। কিন্তু আমার অল্প জ্ঞানেই আমি যা বুঝি তা হল হিন্দু কখনো জঙ্গি হতে পারে না। আবার জঙ্গিও কখনো হিন্দু হতে পারে না।

এর আগে গেরুয়ার উপড়ে সন্তাসের তকমা লাগানোর প্রচেষ্টার সমালোচনাও করেছিলেন মোদি।

উল্লেখ্য, কমল হাসানের ওই মন্তব্যের পর তার বিরুদ্ধে মামলা করেছে বিজেপি। বিজেপি নেতা অশ্বিন উপ্যাধায় আদালতে গিয়ে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দায়ের করেন। একইসঙ্গে রাজ্যের আরেক মন্ত্রী অরুণাচলম বলেছেন, এমন মন্তব্যের জন্য জিভ কেটে নেয়া দরকার হাসানের।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন