মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর খবর ভুয়া: ট্রাম্প

  16-05-2019 03:33AM



পিএনএস ডেস্ক: ইরানের পক্ষ থেকে যেকোনো ধরনের হুমকি মোকাবেলার জন্য মার্কিন কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে ১ লাখ ২০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন বলে নিউ ইয়র্ক টাইমস যে প্রতিবেদন প্রকাশ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা অস্বীকার করেছেন।

(১৪ মে) মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি মনে করি এটা ভুয়া খবর। ওকে? এখন, আমি কী তা করতে পারি? সম্পূর্ণভাবে পারি। কিন্তু এমন পরিকরল্পনা আমাদের নেই। আশা করি এমন পরিকল্পনা আমাদের করতে হবে না। যদি আমরা তা করতাম তাহলে আমরা এর চেয়ে বেশি সেনা পাঠাতাম।”

সোমবার (১৩ মে) নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান একটি পরিকল্পনা পেশ করেছেন যাতে তিনি ইরানের হুমকি মোকাবেলার জন্য মধ্যপ্রাচ্যে ১ লাখ ২০ হাজার সেনা পাঠানোর কথা বলেছেন।

ওই পরিকল্পনায় বলা হয়েছে, ইরান মার্কিন সেনাদের ওপর হামলা চালাতে পারে এবং পরমাণু কর্মসূচি জোরদার করতে পারে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক অভিযানের সময় যুক্তরাষ্ট্র যত সেনা মোতায়েন করেছিল এবারও প্রায় তত সেনা মোতায়েনের পরিকল্পনা করা হচ্ছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন