মার্কিন বোমারু বিমানে পাখির ধাক্কায় ক্ষতি ২০ লাখ ডলার

  17-05-2019 04:38AM



পিএনএস ডেস্ক: জাপানের বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের সময় পাখির সঙ্গে ধাক্কা খেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ‘এফ-৩৫’ বোমারু বিমানের বড় ধরনের ক্ষতি হয়েছে। যার আর্থিক পরিমাণ ২০ লাখ ডলারের বেশি।

১৫ মে বুধবার ইউএস মেরিন কোরের এক বিবৃতিতে একথা বলা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিবৃতিতে আরও বলা হয়, “গত ৭ মে ইউএস মেরিন কোর এয়ার স্টেশন ইওয়াকুনি থেকে উড্ডয়নের সময় মেরিন এয়ারক্রাফট গ্রুপ ১২ এর ‘এফ-৩৫’ বোমারু বিমানের সাথে পাখির ধাক্কা লাগলে এটি নিরাপদে রানওয়েতে অবতরণ করে।”

মেরিন কোরের কর্মকর্তারা জানান, এই ঘটনায় বিমানের পাইলট আহত হয়নি। এতে ক্ষতির পরিমাণ এখনো সম্পূর্ণভাবে নিরূপন করা সম্ভব না হলেও মেরিন কোর প্রাথমিকভাবে ধারণা করছে, এতে ২০ লাখ মার্কিন ডলারের ক্ষতি হয়েছে।
যা বাংলাদেশি টাকায় প্রায় ১৭ কোটি টাকা।

১৯৯০ এর দশকে প্রায় ৪০ হাজার কোটি মার্কিন ডলার ব্যয়ে ‘এফ-৩৫’ প্রোগ্রামটি শুরু হয়। এটি পেন্টাগনের সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল অস্ত্র।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন