ব্রেক্সিটের সাথে ভাগ্য নির্ধারণ হবে থেরেসারও

  17-05-2019 02:19PM


পিএনএস ডেস্ক: ব্রেক্সিট ভোটের পর ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করবেন থেরেসা মে। আগামী জুনের প্রথম সপ্তাহে ব্রেক্সিটের ওই ভোট হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর পদ থেকে থেরেসার সরে যাওয়ার দাবি উত্থাপনকারী টোরি এমপিদের সাথে বৈঠকের পরপরই এ ঘোষণা দিলেন থেরেসা।

থেরেসা পদত্যাগ করবেন এ সম্ভাবনা শুরু হয়েছে ব্রেক্সিট ইস্যুতে তার ধারাবাহিক পরাজয়ের শুরু থেকে। পর পর তিনবার হাউস অব কমন্সে থেরেসার ব্রেক্সিট প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। জুনের শুরুতে শেষ ভোটাভুটি, আর এতে হারলেই ১০ ডাউনিং স্ট্রিট থেকে স্বেচ্ছায় বিদায় নেবেন থেরেসা মে, এটি প্রায় নিশ্চিত। এরপর তার স্থলে বরিস জনসন দলের হয়ে প্রধানমন্ত্রী পদের জন্য লড়াই করবেন বলে শোনা যাচ্ছে।

১৯২২ সদস্যের কমিটি অফ ব্যাকবেঞ্চারস এর চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্রাডি বলেছেন, আগামী ৩ জুন ব্রেক্সিট ইস্যুতে পার্লামেন্টে শেষ দফার ভোটে হেরে গেলে নতুন নেতা নির্বাচনের বিষয়ে সম্মত হয়েছেন থেরেসা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন