অস্ট্রেলিয়ায় নির্বাচনে ক্ষমতাসীনদের জয়

  19-05-2019 10:36AM

পিএনএস ডেস্ক : অস্ট্রেলিয়ায় ফেডারেল নির্বাচনে ক্ষমতাসীন দল জয়ী হয়েছে। গতকাল শনিবার দেশটিতে ভোটগ্রহণ হয়। বিরোধীরা পরাজয় স্বীকার করে নিয়েছে। আর প্রধানমন্ত্রী স্কট মরিসন ফের বিজয়ী হওয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। খবর বিবিসির।

৭০ ভাগ ভোট গণনার পর দেখা গেছে, ৭৪টি আসনে জয় পেয়েছে প্রধানমন্ত্রী মরিসনের মধ্য-ডানপন্থি জোট। সংখ্যাগরিষ্ঠতার জন্য ৭৬টি আসন দরকার। বিরোধী লেবার দল জয় পেয়েছে ৬৫টি আসনে।

অস্ট্রেলিয়ায় ভোট দেওয়া বাধ্যতামূলক। এবার এক কোটি ৬৪ লাখ ভোটার ভোট দিয়েছেন। যেহেতু ভোট দেওয়া বাধ্যতামূলত তাই ১৮ বছর বা তার বেশি বয়সের সবাই ভোট দিয়েছেন। ভোট না দিলে ২০ ডলার জরিমানার বিধান রয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন