বাগদাদিকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার সৌদি আরবের!

  19-05-2019 04:44PM

পিএনএস ডেস্ক : ফিলিস্তিনি মানবাধিকারকর্মী আইয়াদ আল-বাগদাদিকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে সৌদি আরব। আজ রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের এ দাবি করেন।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আইয়াদ আল-বাগদাদি নামে কাউকে আমি চিনি না। তিনি হয়তো কোনো দেশে স্থায়ীভাবে ঘাঁটি গাড়তে এমন অভিযোগ তুলেছেন। কিন্তু আমাদের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, এমন কোনো ব্যক্তির ব্যাপারে কোনো তথ্য আমাদের হাতে নেই।’

এর আগে বাগদাদি দাবি করেন, নরওয়ের নিরাপত্তা বাহিনী সৌদি আরবের পক্ষ থেকে হুমকির ব্যাপারে তাকে সতর্ক করেছে।

প্রসঙ্গত, ২০১১ সালে আরব বসন্তের সময় খ্যাতি লাভ করা বাগদাদি নিজের লেখায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একাধিকবার সমালোচনা করেছেন। ২০১৫ সাল থেকে তিনি অসলোতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। তার দাবি, ২৫ এপ্রিল নরওয়ের নিরাপত্তা বাহিনী তাকে একটি সুরক্ষিত জায়গায় সরিয়ে নেয়। তারাই বাগদাদিকে হুমকির ব্যাপারে সতর্ক করে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন