বুথফেরত জরিপ : মোদিই থাকছেন প্রধানমন্ত্রী, বিজেপি পাচ্ছে ৩০৬ আসন

  19-05-2019 07:56PM

পিএনএস ডেস্ক : ভারতে আবার ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জোট। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে এনডিএ।

টাইমস নাও-ভিএমআর-এর বুথফেরত জরিপে এমনটাই তথ্য দেওয়া হচ্ছে বলে রোববার রাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

গতবারের মতো এবারও ট্রিপল সেঞ্চুরি করতে চলেছে বিজেপি। টাইমস নাও চ্যানেলের বুথফেরত জরিপ অনুযায়ী এনডিএ পেতে পারে ৩০৬টি আসন।

ন্যায় প্রকল্প এনে চেষ্টা করলেও এবারও ব্যর্থ হচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট। তারা পেতে পারে ১৩২টি আসন। অন্যান্যদের ঝুলিতে যেতে চলেছে ১০৪টি আসন।

লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোটের ফলাফল ২৩ মে। তার আগেই বুথফেরত জরিপ বা 'এক্সিট পোল' নিয়ে দেশজুড়ে এই মুহূর্তে টানটান উত্তেজনা।

ভোটকেন্দ্র থেকে বেরনোর পরই ভোটারদের মধ্যে জরিপ চালানো হয়। বেশ কয়েকটি সংস্থা এই জরিপ চালায়। কোন দল কেমন ফল করবে, তার একটা আভাস এই সমীক্ষা থেকে পাওয়া যায়।

বুথফেরত জরিপ আদৌ কতটা বিশ্বাসযোগ্য, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ২০০৪ সালেই বিজেপি-এনডিএ জোট সরকার ক্ষমতায় আসবে- এমনটা বলা হয়েছিল কোনও কোনও জরিপে, মেলেনি সেই সমীকরণ।

পিএনএস -জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন