সৌদি বিমানঘাঁটিতে ইয়েমেনের ড্রোন হামলা

  23-05-2019 03:02AM



পিএনএস ডেস্ক: ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে সৌদি আরবে ড্রোন হামলা চালিয়েছে।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান প্রদেশের একটি বিমানঘাঁটির হ্যাঙ্গারে এ হামলা চালানো হয়েছে। এসব হ্যাঙ্গারে সৌদি সামরিক বাহিনীর যুদ্ধবিমান রাখা হয়।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আজ (বুধবার) সকালে এ হামলা চালানো হয়েছে। তবে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি সে সম্পর্কে কিছু বলে নি চ্যানেলটি।

এর একদিন আগে ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের ওই একই বিমানবন্দরের একটি অস্ত্র গুদামে ড্রোন হামলা চালিয়েছে। হামলায় সেখানে আগুন ধরে যায়। ওই হামলায় ইয়েমেনিরা কাসেফ-২কে কম্ব্যাট ড্রোন ব্যবহার করে। হুথিরা বলেছে, তারা সৌদি আরবের ৩০০ টার্গেটে ড্রোন হামলা চালাবে।

চলতি মাসের মাঝামাঝি দিকে ইয়েমেনের হুথি সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের তেল পাইপলাইনে হামলা চালায়। এতে আরামকো তেল স্থাপনার একটি স্টেশন থেকে তেল সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন