ভিখারির ঝোলা ভরে দিয়েছে দেশবাসী: মোদি

  23-05-2019 09:48PM

পিএনএস ডেস্ক : ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে 'গণতন্ত্রের বিজয় হয়েছে' মন্তব্য করে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেছেন, 'আজ এই ভিখারির ঝোলা ভরে দিয়েছে দেশবাসী।'

লোকসভা নির্বাচনের ভোটের ফল ঘোষণার এক পর্যায়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোটের বিজয় স্পষ্ট হতেই বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে একথা বলেন মোদি।
বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ভোটের ফলে কার্যত এটা সুস্পষ্ট যে গতবারের চেয়েও বেশি আসন নিয়ে এবার সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি জোট। এছাড়া বিজেপি এককভাবেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন পেতে যাচ্ছে বলেও প্রতীয়মান হচ্ছে। যদিও একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সব শরীককে সঙ্গে নিয়েই সরকার গঠন করবেন বলে এর আগে জানিয়েছিলেন মোদি।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দেশের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, 'দেশবাসীকে আমি প্রণাম করি। গণতন্ত্রের প্রতি ভারতবাসীর দায়দায়িত্ব সারা বিশ্বকে স্বীকার করতে হবে।'

নরেন্দ্র মোদি বলেন, 'গণতন্ত্রের এই উৎসবে, গণতন্ত্রের জন্য যেসব মানুষ প্রাণ দিয়েছেন, যেসব মানুষ আহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। গণতন্ত্রের ইতিহাসে গণতন্ত্রের জন্য মৃত্যু বরণ করা, আগামী প্রজন্মকে প্রেরণা দেবে। নির্বাচন কমিশন, সুরক্ষা বাহিনী এবং যারা যারা ভোটের সঙ্গে যুক্ত, তাদের সবাইকে ধন্যবাদ।'

ভারতের এবারের লোকসভা নির্বাচনে কোনো প্রার্থী বা কোনো নেতা লড়াই করেনি বরং দেশের সাধারণ মানুষ লড়াই করেছে– এমন মন্তব্য করেন তিনি বলেন, এ কারণে কেউ যদি জয়ী হয়ে থাকে, তাহলে জয়ী হয়েছে ভারতবর্ষ, জয়ী হয়েছে দেশবাসী।

নরেন্দ্র মোদি বলেন, 'এ বারের ভোটে একটা রাজনৈতিক দলও সেক্যুলারিজমের পক্ষ নিয়ে ভোটে লড়েনি। একটা বিরোধী দলও অভিযোগ করেনি দুর্নীতির বিরুদ্ধে। বিজেপিই প্রথম কোনো রাজনৈতিক দল, পাঁচ বছর ক্ষমতায় থাকার পরও যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই।'
তিনি বলেন, এই দেশে এখন দুটি জাতি– গরিবি থেকে যারা মুক্তি পেতে চান এবং গরিবি থেকে মুক্তি দিতে চান। এই দুই পক্ষের হাতই শক্তিশালী করতে হবে।

ভারতের প্রধানমন্ত্রী বরেন, 'দেশ আমাদের অনেক কিছু দিয়েছে। তাই এই সময় দেশবাসীকে আমি একটা কথা বলতে চাই– আপনারা এই ভিখারির ঝোলা ভর্তি করে দিয়েছেন, আপনাদের আশা-আকাঙ্খার সঙ্গে আমি সব সময় থাকবো। আপনাদের আশা-আকাঙ্খার গুরুত্ব আমি বুঝি। দেশের জনসাধারণ আমাদের ওপর আস্থা রেখেছেন, তাই আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। আমি আজ বলতে চাই, আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা পালন করবো।' সূত্র: এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন