অল্পের জন্য সংঘর্ষ এড়াল রুশ-মার্কিন যুদ্ধজাহাজ

  08-06-2019 10:46AM


পিএনএস ডেস্ক: অল্পের জন্য সংঘর্ষের ঘটনা এড়াতে সক্ষম হয়েছে দুটি রুশ ও মার্কিন যুদ্ধজাহাজ। পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চলে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

দুটো যুদ্ধজাহাজ একট অন্যটির কাছে চলে আসে। তবে শেষ পর্যন্ত কোন দুর্ঘটনা ঘটেনি।

দিকে এ ঘটনার জন্য দুই দেশই একে অন্যকে দায়ী করছে। রাশিয়া দাবি করছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস চ্যানসেলর্সভিল রুশ রণতরী অ্যাডমিরাল ভিনোগ্রাদভ থেকে ৫০ মিটার দূরে এসে বাঁক নেয়। মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে সংঘর্ষ এড়াতে তাদের ‘জরুরি মোড়’ নিতে হয়েছে।

তবে আমেরিকা বলছে এমন পরিস্থিতির জন্য রাশিয়ার যুদ্ধজাহাজটিই দায়ী। মার্কিন সপ্তম নৌ-বহরের কমান্ডার ক্লেটন ডস রুশদের ‘অরক্ষিত এবং অপেশাদার’ আখ্যায়িত করে বলেছেন, ‘তারা ইউএসএস চ্যানসেলর্সভিলের সামনে বিপজ্জনকভাবে মোড় নিয়েছে।’ রুশ বক্তব্যকে তিনি ‘প্রোপাগান্ডা’ বলে দাবি করেছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন