সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা; আহত বেসামরিক ২৬

  13-06-2019 07:36AM

পিএনএস ডেস্ক: সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে। বুধবার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় আভা বিমানবন্দরে এই হামলা চালানো হয় বলে সৌদি নেতৃত্বধীন আরব জোট জানিয়েছে। বিবিসি, সৌদি গেজেট।

হামলাটি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা চালিয়েছে বলে দাবি সৌদিআরবের। সৌদির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম সৌদি গেজেটকে আরব জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি বলেন, আহতদের মধ্যে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

৩ বছর ধরে সৌদি আরবের সঙ্গে সরাসরি সংঘর্ষেনেমেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা৷ এর আগে এ ধরনের ঘটনার পর তাদের মুখপাত্র আক্রমণের দায়শিকার করেছেন৷ এবং বলা হয়েছে, ভবিষ্যতে এধরনের আরো হামলা চলবে৷

২০১৫ সালে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর আক্রমণ চালিয়েছিল সৌদি আরব৷ এতে গত ৩ বছরেইয়েমেনে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে৷ শুধু তাই নয়, জাতিসংঘের দাবি, সৌদিরআক্রমণের কারণেই ইয়েমেনে ভয়ংকর মন্বন্তর হয়েছিল৷

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন