‘পশ্চিমবঙ্গকে বাংলাদেশ নয়; গুজরাট বানানো ভাল’

  14-06-2019 08:25AM



পিএনএস ডেস্ক: পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, ‘পশ্চিমবঙ্গে তাদের দল ক্ষমতায় আসলে এই রাজ্যকে দ্বিতীয় গুজরাট বানানোর জন্য কাজ করবে যাতে অসংখ্য বেকার ছেলেমেয়ের কর্মসংস্থান হয়। তার অভিমত; পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেয়ে দ্বিতীয় গুজরাট বানানো অনেক ভালো।

এর আগে, মঙ্গলবার কলকাতায় বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠান থেকে মমতা ব্যানার্জি বলেছিলেন যে ‘বাংলাকে গুজরাট বানানোর একটা পরিকল্পনা চলছে। আমি কারাগারে যেতেও রাজি কিন্তু এটা আমি কিছুতেই হতে দেব না।’ মমতা আরও বলেছিলেন, ‘বাংলা কোন মিষ্টি নয়, বাংলা কোন খেলনাও নয়; যে আপনি এটাকে নিয়ে খেলবেন। বাংলাতে আমরা গুজরাটের চেয়ে গান্ধীজিকে বেশি সম্মান করি।’

সেই প্রেক্ষিতেই বুধবার দিলীপ ঘোষ বলেন ‘এটা আমাদের চ্যালেঞ্জ যে আমরা যদি ক্ষমতায় আসি সেক্ষেত্রে বাংলাকেও গুজরাটের মতো সমৃদ্ধশালী রাজ্যে পরিণত করব। পশ্চিমবঙ্গকে জিহাদের স্বর্গরাজ্য বা বাংলাদেশ বানানোর চেয়ে গুজরাট বানানো অনেক ভাল। আমরা কিছুতেই এ রাজ্যকে বাংলাদেশে রূপান্তরিত করতে দেবো না।’

সম্প্রতি লোকসভা নির্বাচনে বাংলায় অপ্রত্যাশিত ভাল ফল করেছে গেরুয়া শিবির। রাজ্যের ৪২ আসনের মধ্যে ১৮ টি আসনে জয় পায় তারা। তৃণমূল পায় ২২ টি আসন। যেখানে ২০১৪ সালের নির্বাচনে বিজেপির ঝুলিতে ছিল মাত্র ২ টি আসন। লোকসভা নির্বাচনে বাংলায় ভাল ফলের পর এবার তাদের লক্ষ্য আগামী বিধানসভা নির্বাচন।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন