ভারতে মাওবাদীদের হামলায় ৫ পুলিশ নিহত

  15-06-2019 03:11PM


পিএনএস ডেস্ক: ভারতের ঝাড়খণ্ড প্রদেশে জমশেদপুরের কাছে মাওবাদীদের হামলায় অন্তত পাঁচজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় টহলরত পুলিশের ওপর এ হামলা চালানো হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, জমশেদপুর থেকে ৪০ কিলোমিটার দূরে সারাইকেলা জেলার একটি বাজারে টহলের সময় পুলিশের ওপর হামলা চালায় মাওবাদীরা। এ সময় তাদের গুলিতে পুলিশের পাঁচজন সদস্য নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা সংখ্যায় ছিল দুজন। তারা পুলিশের অস্ত্র নিয়ে পালিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, দুজন সহকারী উপ-পরিদর্শক এবং তিনজন কনস্টেবলকে ঘিরে ফেলে মাওবাদীরা এবং গুলি চালায়। এতে তাদের মৃত্যু হয়।

পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে। ইতোমধ্যে হামলাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

এদিকে হামলায় শোক প্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। তিনি বলেন, পুলিশের আত্মত্যাগ বৃথা যাবে না। মাওবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এর আগে চলতি মাসের শুরুতে ঝাড়খণ্ডের দুমকা জেলায় হামলা চালায় মাওবাদীরা। তখন ১ সেনাসদস্য নিহত ও চারজন আহত হন।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন