রাষ্ট্রীয় অর্থ খরচে ভূরিভোজ, নেতানিয়াহুর স্ত্রীর জরিমানা

  16-06-2019 04:42PM

পিএনএস ডেস্ক : রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের অভিযোগে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রীকে ১৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

আল-আরাবিয়ার খবরে বলা হয়েছে, অভিযোগ নিষ্পত্তির জন্য রবিবার জেরুজালেমের ম্যাজিস্ট্রেট আদালতে সারা নেতানিয়াহু দোষ স্বীকার করে জবানবন্দি দিলে তাকে এমন শাস্তি দেয়া হয়েছে।

বিলাসি ভূরিভোজনে সরকারি তহবিল থেকে এক লাখ ডলার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে।

রাষ্ট্রীয় কৌঁসুলির কার্যালয় জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রীকে তার বিরুদ্ধে তোলা অভিযোগের নিষ্পত্তিতে অতিরিক্ত জরিমানা দিতে হবে।

তার সরকারি বাসভবনে একজন পূর্ণকালীন বাবুর্চি রাখা হলেও রাষ্ট্রীয় অর্থ খরচ করে বিলাস বহুল রেস্তোরাঁয় ভূরিভোজনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

গত বছর সারা নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতারণা ও আস্থা লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। স্বয়ং নেতানিয়াহুর বিরুদ্ধেও বেশ কয়েকটি দুর্নীতির মামলা চলমান রয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন