গঙ্গায় তলিয়ে যাওয়া জাদুকরের মরদেহ উদ্ধার

  18-06-2019 03:04PM

পিএনএস ডেস্ক : গঙ্গায় তলিয়ে যাওয়া জাদুকর চঞ্চল লাহিড়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ জুন) বিকেল সাড়ে চারটায় দুই পা বাঁধা অবস্থায় দেহটি কলকাতার হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের কাছে ভাসতে দেখা যায়। চঞ্চলের দেহ শনাক্ত করেন তার পরিবারের লোকেরা। রোববার দুপুরে জাদু দেখাতে গিয়ে গঙ্গায় তলিয়ে যান সোনাপুরের বাসিন্দা চঞ্চল।

তদন্তকারীরা জানান, খেলা দেখাতে হাত-পা বাঁধা অবস্থায় চঞ্চলকে ক্রেনে করে হাওড়া ব্রিজের নীচে গঙ্গায় ফেলে দেন তার সহকারীরা। কথা ছিল জাদু দেখিয়ে হাত-পায়ের বাঁধন খুলে চঞ্চলের নিজেই পানির উপরে উঠে আসবেন। কিন্তু তিনি গঙ্গায় ফেলার পর প্রবল স্রোতে তিনি তলিয়ে যান।

চঞ্চলের ভাইপো রুদ্রপ্রসাদ লাহিড়ী বলেন, কাকা ১৯৯৮ সালে মাঝগঙ্গায় একই কায়দায় স্টান্ট দেখিয়ে সফল হয়েছিলেন। রবিবারেও কাকা গঙ্গায় ডোবার পরে এক বার উঠে এসেছিলেন। কিন্তু তার পরে যে কী হল কিছুই বুঝতে পারছি না।

কলকাতার পুলিশ কর্মকর্তাদের দাবী, চঞ্চল লঞ্চে খেলা দেখানোর অনুমতি নিয়েছিলেন। পানিতে নেমে খেলা দেখানোর তার কোনও অনুমতি ছিল না।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন