‘ইরানের তেল রপ্তানি ঠেকানোর বাসনা পূর্ণ হবে না যুক্তরাষ্ট্রের’

  20-06-2019 02:26PM


পিএনএস ডেস্ক: ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য তেলের ক্রেতাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে।

বুধবার রাজধানী তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় এ মন্তব্য করেন।

এসময় তিনি আরও বলেন, অপকৌশলের মাধ্যমে ইরানের তেল রপ্তানি ঠেকানোর মার্কিন বাসনা কোনোদিনও পূর্ণ হবে না।

দেশটির তেলমন্ত্রী বলেন, মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেওয়ার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেছে তেহরান এবং এ পরিকল্পনা সফল হবেই। তেল রপ্তানির ক্ষেত্রে বর্তমানের সাময়িক অসুবিধা ইরান কাটিয়ে উঠবে।

মার্কিন সরকার গত বছরের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায়। এরপর নভেম্বরে তেল রপ্তানিসহ নানা খাতে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন