ইরানের কাছ সহযোগিতা চাইল ইরাক

  24-06-2019 12:46AM



পিএনএস ডেস্ক: ইরানের কাছ থেকে বিমান প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা চেয়েছে ইরাক।

মার্কিন অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার পাঁচদিন পর ইরাক এই সহযোগিতা চাইল।

তেহরান সফররত ইরাকি সামরিক বাহিনীর ডেপুটি কমান্ডার তারিক আব্বাস ইব্রাহিম আবদুল হোসেইন ইরানি বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দের সঙ্গে বৈঠকের সময় সহযোগিতার আহ্বান জানান। ইরানি সামরিক বাহিনীর জনসংযোগ কার্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা এই খবর দিয়েছে।

বৈঠকে ইরাকি সেনা কর্মকর্তা ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিক্ষা ব্যবস্থার সক্ষমতার প্রশংসা করেন। তিনি বলেন, এর আগে ইরান তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে সক্ষমতা দেখিয়েছে তার ভিত্তিতে বাগদাদ এখন ইরানের কাছে সহযোগিতা পাওয়ার অনুরোধ করছে।

ইরাকি সেনা কর্মকর্তার অনুরোধের পরিপ্রেক্ষিতে জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ বলেন, ইরাকের প্রয়োজন মেটানোর জন্য ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন