সৌদি যুবরাজের বোনের বিচার শুরু

  11-07-2019 08:04AM



পিএনএস ডেস্ক: এক শ্রমিককে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বোন হাসা বিনতে সালমানের বিচার শুরু হয়েছে। মঙ্গলবার প্যারিসের একটি আদালতে বিচারের মুখোমুখি করা হয় তাকে।

জানা যায়, গত ২০১৬ সালের সেপ্টেম্বরে মোহাম্মদ বিন সালমানের বোন হাসা বিনতে সালমান তার বাসায় একজন শ্রমিক নিয়োগ করেন।

কিন্তু ওই শ্রমিক হাসার একটি ছবি তুলে এবং গণমাধ্যকমের কাছে বিক্রি করতে চাওয়ায়র অভিযোগে ক্ষুব্ধ হন তিনি।

দেহরক্ষীর মাধ্যমে ওই শ্রমিককে বেধড়ক মারধরের পর তাকে হাসার পায়ে চুম্বন করতে বাধ্য করা হয়। তাকে হত্যা করার আদেশও দেন।

তার নির্দেশ না নিয়ে ছবি তোলা এবং গণমাধ্যকমের কাছে তা বিক্রি করতে চাওয়ার অভিযোগে হাসা তাকে হত্যা করার আদেশ দেন।

ওই শ্রমিক তার ওপর অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে বলেন, আমাকে বেঁধে কয়েক ঘন্টা পেটানো হয়।

এ ঘটনায় দেহরক্ষীকে মূল অভিযুক্ত করা হয়। আর হাসা বিনতে সালমানকে উল্লেখ করে শ্রমিক নির্যাতনের মামলায় হয়। ২০১৮ সালের মার্চে ফ্রান্সের একটি আদালত হাসাকে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাকে আদালতে উপস্থিত করানোর নির্দেশ দেয়।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন