আমাদের কোনো ড্রোন খোয়া যায়নি : ইরান

  19-07-2019 03:06PM


পিএনএস ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, হরমুজ প্রণালী কিংবা অন্য কোথাও তাদের কোনো ড্রোন খোয়া যায়নি। পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ ইরানের একটি ড্রোন ভূপাতিত করেছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার পর তেহরান এ বক্তব্য দিল।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি নিজের টুইটার পেইজে বলেছেন,‘আমরা হরমুজ প্রণালী কিংবা অন্য কোথাও কোনো ড্রোন হারাইনি।’ তিনি আরো বলেছেন,‘আমি চিন্তা করছি যে, মার্কিন উভচর যুদ্ধজাহাজ ইউএসএস বক্সার আবার ভুলবশত আমেরিকার নিজের ড্রোন ভূপাতিত করেছে কিনা!’

এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীর কাছাকাছি চলে আসায় ইরানের একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। ড্রোনটি তাদের রণতরীর জন্য হুমকি হিসেবে দেখা দেয়ায় আত্মরক্ষার্থে তা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প আরো দাবি করেন, কয়েকবার সতর্ক করার পরও ড্রোনটি মার্কিন রণতরী ইউএসএস বক্সারের ৯০০ মিটারের মধ্যে চলে এসেছিল। সূত্র : পার্সটুডে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন