বাংলাদেশ কোথায় জানেন না ট্রাম্প!

  20-07-2019 04:22PM


পিএনএস ডেস্ক: বিভিন্ন ধরনের মন্তব্যের জন্য বছরজুড়েই শিরোনাম হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি তার স্বভাবসিদ্ধ আচরণ। গত বুধবারও ঠিক একই ঘটনা ঘটলো।

বর্তমান বিশ্বে রোহিঙ্গা সমস্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বনেতারা প্রায়ই বিষয়টি নিয়ে কথা বলেন থাকেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ বিষয়ে অনেকবার কথা বলেছেন। অথচ এই রোহিঙ্গা ইস্যু জানার পরই অদ্ভূত প্রশ্ন করে বিশ্বব্যাপী নতুন করে সমালোচিত হলেন ট্রাম্প।

সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার অফিসে দেখা করেন। এই প্রতিনিধি দলে ছিল বাংলাদেশের ক্যাম্পে আশ্রয় নেওয়া এক রোহিঙ্গা।

তিনি ট্রাম্পকে বলেন, ‘আমি বাংলাদেশের শরণার্থী ক্যাম্পের একজন রোহিঙ্গা। শরণার্থীরা যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরতে চায়। এ ব্যাপারে কীভাবে আমাদের সাহায্য করবেন আপনি?’ ঠিক তখনই ট্রাম্প বলে ওঠেন, বাংলাদেশটা যেন কোথায়? এ সময় তার উপদেষ্টা ট্রাম্পকে বলেন, ‘মিয়ানমারের ঠিক পাশেই যে দেশটি রয়েছে, সেটাই হল বাংলাদেশ।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন