হংকংয়ের রেলস্টেশনে মুখোশধারীদের হামলা, আহত ৪৫

  23-07-2019 02:43AM



পিএনএস ডেস্ক: স্টেশনে লাঠিসোটা নিয়ে হামলা চালিয়েছে কয়েক ডজন মুখোশ পরা লোকজন। রোববারের ওই হামলায় ৪৫ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সাদা টি-শার্ট পরা বেশ কয়েকজন প্লাটফর্মে থাকা লোকজন এবং ট্রেনের ভেতরে সহিংস হামলা চালাচ্ছে।

এর আগে গণতন্ত্রকামীরা হংকংয়ের কেন্দ্রে একটি সমাবেশে অংশ নেয়। সেখানে বিক্ষোভকারীদের প্রতিহত করতে টিয়ার গ্যাস এবং রাবাট বুলেট ছুড়েছে পুলিশ।

তবে রেল স্টেশনে কারা হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়। গণতন্ত্রকামী আইনপ্রণেতা রাই চান এই হামলা সম্পর্কে বলেন, এমন পরিস্থিতিতে পুলিশ কেন দ্রুত সেখানে এলো না?

তিনি আরও বলেন, জনসংখ্যার অনুপাতে পুলিশের সংখ্যা সর্বোচ্চ হওয়ায় হংকং বিশ্বের অন্যতম। হামলার সময় তারা কোথায় ছিল?

অপরদিকে বিরোধী আইনপ্রণেতা ল্যাম চিউক টিং বলেন, সেখানে পৌঁছাতে এক ঘণ্টারও বেশি সময় নিয়েছে পুলিশ। হংকংয়ে অস্ত্র নিয়ে রাস্তায় লোকজনকে মারধরের অনুমতি দেয়া হয়েছে?

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন