মিয়ানমারে ধস, ৩৪ জনের মৃত্যু

  10-08-2019 08:46PM

পিএনএস ডেস্ক : অনর্গল বৃষ্টিতে ধস নেমেছে মিয়ানমারের একটি গ্রামে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন ৪৭ জন। নিখোঁজ আছেন প্রায় ডজনখানেকের মতো। তাদের উদ্ধারে কাজ করছে স্থানীয় পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মিয়ানমারের মোন স্টেটের ইয়ে প্যায়ার কোনে নামে একটি গ্রামে গতকাল শুক্রবার এই ধস নামে। স্থানীয়রা জানিয়েছে, তারা সেখানকার একটি পাহাড় থেকে বিপুল পরিমাণে বাদামি বর্ণের গ্যাস নির্গত হতে দেখেন। ওই এলাকার ১৬টি ঘরের মানুষ সে সময় ঘর থেকে বেরিয়ে পড়নে। এর পরপরই ধস শুরু হয়।

মোন স্টেট প্রশাসনের কর্মকর্তা মিও মিন তুন ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, ওই এলাকায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে ডজনখানেকের মতো মানুষ নিখোঁজ আছেন। আহত ৪৭ জন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন